সোনারগাঁয়ে স্কুল ভবনের ভিত্তি প্রস্তর শুভ উদ্বোধন
আজকের সংবাদ ডেস্কঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে স্কুল ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করে উন্নয়ন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে ।
রোববার(৪আগষ্ট)বিকেলে কাঁচপুর ওমরআলী উচ্চ বিদ্যালয়ে এ কাজের শুভ উদ্বোধন করা হয়।
সোনারগাঁ কাঁচপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মোশারফ ওমরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁ) আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব লিয়াকত হোসেন খোকা।
বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার।
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ বাবুল ওমর বাবু।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,উপ-সহকারী প্রকৌশলী আরিফুল হক,কাঁচপুর ২নং ওয়ার্ড মেম্বার মোঃ হাসান খান,অভিভাবক সদস্য, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর ছিদ্দিক প্রমুখ্য।
এসময় আরও উপস্থিত ছিলেন, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীসহ বিভিন্ন পর্যায়ের গন্যমান্য ব্যক্তিবর্গ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন