সবাইকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মনির
সোনারগাঁ সহ বিশ্বের সকল মুসলমানকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মনির।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে সবাইকে ঈদুল আযহার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তিনি বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ ইসলাম কখনো সমর্থন করে না। ইসলাম শান্তি ও সম্প্রীতির ধর্ম। এখনে হানাহানি, হিংসা-বিদ্বেষের কোনো স্থান নেই। ইসলাম মানবিক মূল্যবোধ, পারস্পরিক সহাবস্থান, পরমত সহিষ্ণুতা, সাম্য, মৈত্রীসহ বিশ্বজনীন কল্যাণকে ধারণ করে। ইসলামের এই সুমহান বার্তা ও আদর্শ সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। ইসলামের মর্মার্থ ও অন্তর্নিহিত তাৎপর্য মানবতার মুক্তির দিশারি হিসেবে দিকে-দিকে ছড়িয়ে পড়ুক এ প্রত্যাশা করি।তিনি বলেন, ঈদ মুসলমানদের জন্য এক আনন্দঘন দিন। এ আনন্দ ছড়িয়ে পড়ে সবার মাঝে, সারা বাংলায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন