পৌরসভার জাতীয় পার্টির সভাপতির মৃত্যুতে এমপি খোকার শোক প্রকাশ
আজকের সংবাদ ডেক্সঃ সোনারগাঁ পৌরসভার অত্যন্ত পরিচিত মুখ,সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার বিশ্বস্ত জাতীয় পার্টির সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক হাজী মোঃ পিয়ার আলী বুধবার(৭আগষ্ট) সকাল ৭টায় বার্ধক্য জনিত কারনে তার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি…………রাজিউন)।
সোনারগাঁ উপজেলা কেন্দ্রীয় ঈদগাঁহ মাঠে বাদ জোহর মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
উক্ত জানাজায় নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ আসনের মাননীয় সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা উপস্থিত থেকে মরহুমের প্রতি শোক ও সমবেদনা জ্ঞাপন করেন,
এ সময় তিনি শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।
জানাজা শেষে পৌরসভার উত্তর ষোলপাড়া কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০বছর,তিনি স্ত্রী,২ ছেলে ও ৩ মেয়েসহ বহু আত্বীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
সোনারগাঁও পৌরসভা জাতীয় পার্টির কার্যালয়ে হাজ্বী মোঃপিয়ার আলীর মৃত্যুতে কালো পতাকা উত্তোলন ও কোরআন-তেলোয়াতের আয়োজন করা হয়।
মরহুমের মৃত্যুতে সোনারগাঁ উপজেলা জাতীয় পার্টি, পৌরসভা জাতীয় পার্টি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, ইসলামী সংগঠন সহ বিভিন্ন সংগঠন শোক প্রকাশ করেছেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন