ব্রেন টিউমার আক্রান্ত ময়না বাঁচতে চায়
সাজিদ হোসেন কিবরিয়াঃ বন্দর থানাধীন মুছাপুর ১ নং ওয়ার্ড লক্ষন খোলা মাদ্রাসা ইস্টান্ডের পাতাকাটা এলাকার বাসীন্দা মুকবুল হোসেনের স্ত্রী ২ সন্তানের জননী মোসাম্মৎ মনি আক্তার ময়না কয়েক মাস যাবত ব্রেন টিউমার আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। টাকার অভাবে চিকিৎসা করতে পারছে না মাথায় টিউমার অপারেশনের জন্য অনেক টাকার প্রয়োজন। তার স্বামী মুকবুল হোসেন দিন মজুরের কাজ করে সংসার চালাতে হিমসিম খেতে হয় প্রতিনিয়ত।যা সম্ভবল ছিলো তার স্ত্রী পিছনে খরচ করে সে আজ নিশ্ব।তার পক্ষে অপরেশনের টাকা খরচ করার মতো ব্যবস্থা নেই।তাই মুকবুল হোসেন নারায়ণগঞ্জ ৫ আসনের মাননীয় সংসদসদস্য এ কে এম সেলিম ওসমানের কাছে ও বৃক্তবানদের কাছে তার স্ত্রীর অপরেশনের জন্য সহযোগীতার হাত বাড়িয়েছেন।মুকবুল হোসেন বলেন আমি শুনেছি সেলিম ওসমান নাকি আমাদের নারায়ণগঞ্জ ৫ আসনের দানশীল ব্যক্তি তাই তার কাছে আমার অকুল আবেদন তিনি যেন আমার স্ত্রীর বাচানোর জন্য সহোযোগীতার হাত বাড়িয়ে দেন।তার সহোযোগীতার হয়তো আমার স্ত্রী কে অপারেশন করিয়ে ভাল করতে পারি আমার দুইটি সন্তান তাদের মাকে ফিরে পায়। তাই আমার অনুরুধ থাকবে সেলিম ওসমান সহ বৃক্তবা ব্যক্তিরা সাহায্যের হাত বাড়িয়ে এগিয়ে আসবেন। আপনাদের একটু সহোযোগীতার হয়তো আমি ফিরে পাবো আমার স্ত্রী কে সন্তানরা ফিরে পাবে তার মা কে।
সাহায্য পাঠাবার ঠিকানাঃ
০১৬০০১৫৮০৯৪
০১৬৪৩৩২৯২৬৮
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন