সাংবাদিক এম.এম.সালাউদ্দিন ডেঙ্গু জ্বরে আক্রান্ত
আজকের সংবাদ ডেস্কঃ দৈনিক যুগান্তরের সিনিয়র সাবএডিটর ও সাবএডিটরস কাউন্সিলের সাবেক দপ্তর সম্পাদক এম.এম.সালাউদ্দিন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। এক সপ্তাহ ধরে তিনি ১শ’ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালের ডাঃ গাজী জাহাঙ্গীর আলম এর তত্ববধানে চিকিৎসাধীন আছেন। তিনি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ভাগলপুর এলাকার বীর মুক্তিযুদ্ধা জামান মোল্লার বড় ছেলে এবং সোনারগাঁ রিপোর্টার্স ক্লাবের সম্মানিত উপদেষ্টা।
গতকাল বুধবার তার রক্ত পরীক্ষা করে প্লাটিলেট মাত্রা দেড় লাখের কম পাওয়া গেছে। চিকিৎসকরা জানিয়েছেন প্লাটিলেটের মাত্রা আরও কমে গেলে জরুরি ভিত্তিতে তাকে রক্তদিতে হবে। রোগীর রক্তের গ্রুপ এ পজেটিভ তাকে রক্ত দিতে তার আত্নীয়-স্বজন, বন্ধুদের ০১৬৭৫০৭৬০২০ নাম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন যেনো আল্লাহ তায়ালা সেফা দান করেন।আমিন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন