সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
আজকের সংবাদ ডেস্কঃ সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত।
বুধবার(১১সেপ্টেম্বর) মোগরাপাড়া সরকারী এইচ জি জি এস স্মৃতি বিদ্যায়তনে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন,সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন।
নারায়ণগঞ্জ - ৩ আসনের সাবেক সংসদ সদস্য আবদুল্লাহ্ আল কায়সারের উপস্থিতিতে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা সম্মেলন প্রস্তুতি কমিটির নাম ঘোষণা করেন সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম।
সভায় উপজেলার সকল ইউনিয়ন ও একটি পৌরসভা আওয়ামী লীগের সম্মেলনকে সামনে রেখে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সম্মেলন সফল করার লক্ষ্যে একটি প্রস্তুতি কমিটি করা হয়েছে।
সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেনকে আহব্বায়ক করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন হয়। কমিটির অন্য সদস্যরা হলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুলতান আহম্মেদ মোল্লা বাদশা, সাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রশিদ মোল্লা, শম্ভুপুরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু বকর সিদ্দিক মোল্লা, বৈদ্যেরবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাদাৎ হোসেন, সনমান্দী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইসহাক মোল্লা, পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক ফিরোজ মোল্লা, জামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হুমায়ন মেম্বার, বারদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রদীপ কুুুুমার দাস, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি হেকিম মোল্লা, নোয়গাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল্লাহ মোগরাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাপ মিয়া ও কাঁচপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওবায়দুল হক মাষ্টার।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন