জনগনের নিরাপত্তায় পুলিশ সজাগ থাকবে -- পুলিশ সুপার লিটন কুমার সাহা
মোঃ সুমন আলী,সিংড়া(নাটোর) প্রতিনিধি: নাটোর পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন,পুলিশের ব্যর্থতা থাকলে অপরাধ বেড়ে যায়, আস্থার জায়গা তৈরি করতে পুলিশকে কাজ করতে হবে।
মাদক,সন্ত্রাস,জঙ্গীবাদ মোকাবেলায় পুলিশের ভূয়সী ভূমিকা রয়েছে।সকল অপরাধ দমনে পুলিশকে বেশি সক্রিয় থাকতে হবে।মাদকের সাথে কোন আপোষ নয়, পুলিশের কেউ মাদকের সাথে জড়িত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদের হলরুমে বিশেষ মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
বিশেষ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন,সিংড়া থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলামের
সভায় সঞ্চালনায় ছিলেন,ওসি(তদন্ত)নেয়ামুল আলম। সভায় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম,সিংড়া পৌরসভার মেয়র আলহাজ্ব মো: জান্নাতুল ফেরদৌস, অতিরিক্ত পুলিশ সুপার আকরামুল ইসলাম,সহকারী পুলিশ সুপার জামিল আকতার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামিমা হক রোজি,ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম, আলহাজ্ব জাহেদুল ইসলাম ভোলা,মিনহাজ উদ্দিন, রশিদুল ইসলাম মৃধা, মাহবুবুল আলম, অধ্যক্ষ আব্দুল আওয়াল প্রমুখ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন