সোনারগাঁ উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালন।
আজকের সংবাদ ডেস্কঃ "বহু ভাষায় স্বাক্ষরতা, উন্নত জীবনের নিশ্চয়তা"এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোনারগাঁ উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস-২০১৯ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রবিবার(৮সেপ্টেম্বর) সকালে র্যালিটি উপজেলা পরিষদ চত্বর হতে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ হয়ে উপজেলা মিলনায়তনে এসে শেষ হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন, সোনারগাঁ উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মোঃ নাজমুল হুসেইন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার কাজল চন্দ্র পালের সঞ্চালনায় সভায় আরোও বক্তব্য রাখেন,উপজেলা শিক্ষা অফিসার নিখিল চন্দ্র বিশ্বাস,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম প্রধান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার সাইদুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাজমা আক্তার, উপজেলা রিসোর্স সেন্টার নাসরিন জাহান পপি, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলেটর শাহানারা আক্তার আঁচল,ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি.আর বিলকিস,সোনারগাঁ কাজি ফজলুল হক উইমেন্স কলেজের সহকারি অধ্যাপক এ.এস.এম কামরুজ্জামান,মোগরাপারা সরকারি এইচ.জি.জি এস স্মৃতি বিদ্যায়তন এর সহকারি প্রধান শিক্ষক অলিউল্লাহ্সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হতে আগত শিক্ষক ও শিক্ষার্থীগণ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন