মহাসড়কে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে হাইওয়ে পুলিশের উদ্যোগে ত্রিমাত্রিক রিফ্লেক্টিং স্টিকার স্থাপণ
আজকের সংবাদ ডেস্কঃ হাইওয়ে পুলিশের পক্ষ থেকে গাজীপুর রিজিয়নের পুলিশ সুপার (এসপি) আলী হায়দার খান,হাইওয়ে এএসপি সাজেদুল হক ও কাঁচপুর হাইওয়ে থানার ওসি কাইয়ুম আলী সরদারের তত্তাবধানে মহাসড়কে দুর্ঘটনা এড়াতে গাড়ির পেছনে ত্রিমাত্রিক রিফ্লেক্টিং স্টিকার লাগানো হয়েছে৷
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা নিউটাউনে টোল প্লাজায় বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় হাইওয়ে
পুলিশের পক্ষ থেকে গাজীপুর রিজিয়নের এসপি আলী হায়দার খান ও কাচপুর হাইওয়ে থানার ওসি কায়ুম আলী সরদারের উপস্থিত থেকে হাইওয়ে পুলিশের অন্যান্য সদস্যদেরকে সাথে নিয়ে বিনামূল্যে মহাসড়কে চলাচলরত বিভিন্ন যানবাহনে ত্রিমাত্রিক রিফ্লেক্টিং স্টিকার লাগান।
ত্রিমাত্রিক রিফ্লেক্টিং স্টিকার লাগানোর বিষয়ে গাজীপুর রিজিয়নের এসপি আলী হায়দার খান বলেন, আমরা হাইওয়ে পুলিশের পক্ষ থেকে বিশেষ করে রাতে মহাসড়কে চলাচল করে যেসব যানবাহন ঐ যানবাহন এই স্টিকার লাগিয়ে দিচ্ছি। এতে করে কোন যান্ত্রিক ত্রুটিতে পড়লে পিছন দিক দিয়ে আসা গাড়ি যেন সংকেত পাবে। আশা করি আমাদের এই উদ্যোগ বিনামূল্যে হলেও এতে অনাকাঙ্ক্ষিত দূর্ঘটনা এড়ানো এবং কমানো সম্ভব হবে৷
এসময় উপস্থিত ছিলেন, হাইওয়ে পুলিশের উপপরিদর্শক মাহবুব, কবির, খায়রুল, সামাদসহ অন্যান্য সদস্যবৃন্দ৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন