সোনারগাঁয়ে ড্রেন নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
আজকের সংবাদ ডেস্কঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী
উপজেলার কাঁচপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডে কিউট পল্লী হইতে কুতুবপুর বাজার রাস্তায় ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসীরা।
সোমবার(৯সেপ্টেম্বর)বিকালে কুতুবপুর বাজার থেকে কিউট পল্লী পর্যন্ত সড়কে ঘন্টাব্যাপী অনুষ্ঠিত ওই মানববন্ধনে বিভিন্ন শ্রেণী-পেশার প্রায় ৩ শতাধিক মানুষ অংশ নেন।
আওয়ামীলীগ নেতা তোফাজ্জল হোসেন তফু’র নেতৃত্বে
মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ আবুল হোসেন,সেলিম মুন্সী,আলী আজগর,বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন,আনোয়ার হোসেন আনু, গোলজার হোসেন,আকতার হোসেন,ইকবাল প্রমুখ। এসময় বক্তারা জলাবদ্ধতা থেকে মুক্তি পেতে ড্রেন নির্মাণের জন্য স্থানীয় সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা এবং প্রকৌশলী আলী হায়দার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন