নারায়ণগঞ্জ জেলার সকল থানায় সাড়াশি অভিযান গ্রেফতার-৬২
আজকের সংবাদ ডেস্কঃ ঢাকা রেঞ্জের সুযোগ্য ডিআইজি হাবিবুর রহমান(বিপিএম বার,পিপিএম বার) মহোদয় এবং নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ হারুন অর রশীদ(বিপিএম বার,পিপিএম বার) এর নির্দেশে গতকাল বুধবার(২৫ সেপ্টেম্বর)সকাল ৬টা হতে বৃহস্পতিবার(২৬ সেপ্টেম্বর সকাল ৬টা পর্যন্ত নারায়ণগঞ্জ জেলার সকল থানায় অভিযান পরিচালিত হয়।
উক্ত অভিযানে পরিচালনা করে মোট ২ টি নারী ও শিশু নির্যাতন,১৫ টি মাদক,১টি সড়ক দুর্ঘটনা মামলা এবং অন্যান্য ৩টি মামলা দায়ের করা হয়। এ সংক্রান্তে ২১ জনকে গ্রেফতার করা হয়।
অভিযানে ৮৮৭ পিছ ইয়াবা ট্যাবলেট, ৯ গ্রাম হেরোইন এবং ১ কেজি ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এছাড়াও ২৯ টি জিআর,গ্রেফতারি পরোয়ানা,১০ টি সিআর, গ্রেফতারি পরোয়ানা,৩ টি সাজা এবং ১ টি কাঃ বিঃ ৫৪ ধারা তামিল করা হয়।
পরবর্তীতে দুর্নীতি ও অপরাধ দমনে এমন সাড়াশি অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন