সোনারগাঁয়ে ১৯ হাজার ১শ পিছ ইয়াবাসহ ৩ মাদক কারবারি র্যাব কর্তৃক আটক
আজকের সংবাদ ডেস্কঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ১৯ হাজার ১শ পিছ ইয়াবাসহ ৩ মাদক কারবারিকে আটক করছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৩) সদস্যরা।
মঙ্গলবার(৩ সেপ্টেম্বর)সন্ধ্যায় র্যাব-৩ এর কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বলে জানিয়েছেন সোনারগাঁ থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- মো. মোতালিব ওরফে নাদিম (৩৪), সোনিয়া আক্তার ওরফে অধরা (২৬) ও মো. নাসির হোসেন (৪৩)।
গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার কাঁচপুর সিএনজি অ্যান্ড রিফুয়েলিং সেন্টারের সামনে র্যাব-৩ এর একটি দল অভিযান চালিয়ে তিন মাদক কারবারিকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ১৯ হাজার ১শ পিচ ইয়াবা, একটি প্রাইভেটকার, চারটি মোবাইল ও নগদ ২১ হাজার ৭শ টাকা জব্দ করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মনির।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন