বন্দরে চৌরাপাড়া এলাকায় রাত হলেই অলিতেগলিতে বসে মাদকের হাট - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০১৯

বন্দরে চৌরাপাড়া এলাকায় রাত হলেই অলিতেগলিতে বসে মাদকের হাট


বন্দরে চৌরাপাড়া এলাকায় রাত হলেই অলিতেগলিতে বসে মাদকের হাট





সাজিদ হোসেন কিবরিয়াঃ- " চল,,, যাই যুদ্ধে,, মাদকের ,,, বিরুদ্ধে " নারায়ণগঞ্জ সিটি করপোর্শনের ২৫ নং ওয়ার্ডে চৌরাপাড়া এলাকায় সারাদেশে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান থাকলে ও প্রশাসনের নাকের ডগায় দিব্বি মাদক ব্যবসা করে যাচ্ছে মাদক ব্যবসায়ীরা।রাত গভির হলেই চৌড়াপারা এলাকার অলিতে গলিতে জমে উঠে মাদকের রমরমা ব্যবসা হাত বাড়ালেই পেয়ে যাচ্ছে মরন নেশা ইয়াবা।যুব সমাজকে ধ্বংস করছে মাদক। মাদক সেবন করে প্রতিনিয়ত করছে চুরি ছিনতাই। অনেক বার অভিযান করে ও বন্ধ হয়নি মাদক ব্যবসা জামিনে বেরিয়ে এসে আলমগীর (৩০)খালেকের ছেলে নুরইসলাম(৩০) মাদক ব্যবসায়ী আফজলের ছেলে নয়ন (২০)ও লেংড়া সুজন প্রতিনিয়ত করছে মাদক ব্যবসা নানা ভাবে।কেউ বলতে গেলে নুরইসলাম তাকে পুলিশ ও ডিভির সোর্স দাবী করে।গভীর রাত হলে তাদের কাছে নানা লোকের আনাগোনাতে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পরেছে।তাই কেউ প্রতিবাদ করতে গেলে শুনতে হয় মিথ্যা মামলা ও প্রান নাশের হুমকি ।ভয়ে কেউ প্রতিবাদ করে না। তাই যুব সমাজ কে মাদকের কবল থেকে রক্ষা করার জন্য প্রশাসনের অভিযান দেওয়ার জন্য চৌড়াপারা এলাকাবাসী পুলিশ সুপার ও বন্দর থানা অফিসার ইনচার্জ  রফিকুল ইসলামের হস্তক্ষেপ কামনা করছেন।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭