সোনারগাঁ সাদিপুর ইউনিয়ন পরিষদের নিজস্ব ভবন উদ্বোধন
আজকের সংবাদ ডেস্কঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়ন পরিষদের নিজস্ব ভবন উদ্বোধন করা হয়েছে।
সোমবার(২৩সেপ্টেম্বর) বিকেলে এ নতুন ভবনের উদ্বোধন করা হয়।
সাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।
বিশেষ অতিথি ছিলেন সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন,সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার ও সোনারগাঁ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবুল ওমর বাবু।
এসময় বক্তব্য রাখেন মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডা. আব্দুর রউফ, নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা ইউসুফ দেওয়ান, জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হামীম শিকদার শিপলু ও জাতীয় পার্টি নেতা আবুল হাশেম প্রমুখ।
এক কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে আসিফ এন্ড ব্রাদার্স নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান এ ভবনের নির্মাণ কাজ করেন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন