র্যাবের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
আজকের সংবাদ ডেস্কঃ সোনারগাঁ হতে ৭৩০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র্যাব-১১।
শুক্রবার(১৩সেপ্টেম্বর) রাত আনুমানিক আড়াইটার দিকে র্যাব-১১ র,একটি অভিযানিক দল মোঃ আবু কাইয়ুম(৩৩)নামের এক মাদক ব্যবসায়ীকে ৭৩০পিছ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
র্যাব-১১,স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক প্রেসরিলিজে জানা যায়,র্যাব-১১ একটি অভিযানিক দল গোপন সূত্রের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার ঝাউচর এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা কালে মোঃ আবু কাইয়ুমের কাছ থেকে ৭৩০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও তাকে গ্রেফতার করা হয়।
সে সোনারগাঁ থানাসহ আশপাশের এলাকায় দীর্ঘদিন যাবৎ মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয় করিয়া আসিতেছিল।
মাদক ব্যবসায়ী আবু কাইয়ুম নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঝাউচর গ্রামের মোঃমহিউদ্দিনের ছেলে।
ধৃত আসামীর বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানায় ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা দায়ের করা হইয়াছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন