জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।
আজকের সংবাদ ডেস্কঃ "কন্যা শিশুর অগ্রযাত্রা
দেশের জন্য নতুন মাত্রা "এই প্রতিপাদ্যকে সামনে রেখে "জাতীয় কন্যা শিশু দিবস"- ২০১৯ মানিকগঞ্জের ঘিওর উপজেলায় নানা কর্মসূচির মধ্যে দিয়ে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা চত্বর থেকে একটি র্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।
উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবসের কর্মসূচিতে বিভিন্ন সেচ্ছাসেবী উন্নয়ন সংস্থার প্রতিনিধি ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষ এবং শিক্ষার্থী অংশ নেন।
উপজেলা নির্বাহী অফিসার আইরিন আক্তারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
এসময় অন্যান্যের মধ্যে আরোও উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা,উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান,উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক - শিক্ষিকা ও শিক্ষার্থীরা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন