গৃহিনীর প্রায় ভেঙে যাওয়া সংসার গড়ে দিলেন সোনারগাঁ থানার এএসআই মনিরুল ইসলাম
আজকের সংবাদ ডেস্কঃ আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশে বাড়ছে বিবাহ বিচ্ছেদের মত ঘটনা৷ এমনই একটি বিবাহ বিচ্ছেদ রুখে দিয়ে নুর আক্তার (২১) নামে গৃহিনীর সংসার গড়ে দিলেন সোনারগাঁ থানার এএসআই মনিরুল ইসলাম।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ফুলদি গ্রামের মোঃ সোলেয়মানের মেয়ে এক সন্তানের জননী নুর আক্তারের সাথে বিয়ে হয় হামছাদি এলাকার ঈমান আলীর ছেলে ইয়াছিন মিয়া (২৬) এর সাথে৷ তাদের সংসারে টানাপোড়েনের মাঝে তার স্বামী ইয়াছিন ও তার পরিবারের কয়েকজন যৌতুক দাবি করে। গত ২২ সেপ্টেম্বর এ বিষয়ে সোনারগাঁ থানায় এসে একটি অভিযোগ করেন৷ পরবর্তীতে অভিযোগটি অনুসন্ধান করে এ এস আই মনিরুল ইসলাম দুই পরিবারের মুরুব্বিদের সাথে কথা বলেন এবং যৌতুকের ভয়াবহতা সম্পর্কে তাদেরকে অবহিত করলে দুই পরিবারের মাঝে ভুল বোঝাবুঝির অবসান ঘটে৷
সোনারগাঁ থানা পুলিশের এএসআই মনিরুল ইসলাম জানান, নুর আক্তারের ও তার স্বামীর পরিবারের মাঝে কিছু ভুল বোঝাবুঝির কারণে একটি অভিযোগ আসে৷ আমি তদন্ত করে তাদের কে ডেকে দুই পরিবারকে এক করে দেই৷ এতে দুইজনই তাদের সংসারে টানাপোড়েনের মাঝে এমন একটি ঘটনা ঘটেছে বলে অনুতপ্ত হয়ে লিখিত দিয়ে তাদের বাড়ি ফিরে যায়৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন