সোনারগাঁয়ে জাতীয় কন্যা শিশু দিবস পালিত
আজকের সংবাদ ডেস্কঃ নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে নানা কর্মসূচির মধ্যে দিয়ে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা চত্বর থেকে একটি র্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবসের কর্মসূচিতে বিভিন্ন সেচ্ছাসেবী উন্নয়ন সংস্থার প্রতিনিধি ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষ এবং শিক্ষার্থী অংশ নেন।
উপজেলা নির্বাহী অফিসার অন্জন কুমার সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবুল হোসেন,মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ।
এসময় অন্যান্যের মধ্যে আরোও উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমা আক্তার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাকিবা সুলতানা, উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান,উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক - শিক্ষিকা ও শিক্ষার্থীরা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন