সাংবাদিকরা সমাজের আয়না-------ডিসি জসিম উদ্দিন
আজকের সংবাদ ডেস্কঃ সাংবাদিকরা হলো সমাজের আয়না, তারা সমাজের নানা অনিয়ম ও দূর্নিতির চিত্র সংবাদপত্রে তুলে ধরেন। সংবাদপত্রে নিউজ উঠলে প্রশাসনের সহ সকলের নজর আসে দূর্নীতি, সন্ত্রাস, মাদক, জঙ্গীবাদ সহ এলাকার অনিয়মের চিত্র। তার ফলে প্রশাসন গুরুত্বপূর্ন বিষয়গুলো দ্রুততার সাথে বিবেচনায় নিয়ে কাজ করতে সহজ হয়।নারায়ণগঞ্জ জেলা প্রেসক্লাবের কর্মকর্তারা সৌজন্য সাক্ষাৎ কালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন এসব কথা বলেন।
সোমবার(২রা সেপ্টেম্বর)সকাল সাড়ে ৯ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রেসক্লাবের কর্মকর্তারা সৌজন্য সাক্ষাৎ করেন।
সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মাসুম বিল্লাহ, এডিএম জুতিকা সরকার, নারায়ণগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব কাজী মোঃ ইসলাম মিয়া, সাধারণ সম্পাদক আলহাজ্ব দীল মোহাম্মদ দীলু, সাংগঠনিক সম্পাদক এ এস এম এনামুল হক প্রিন্স, অর্থ সম্পাদক এইচ এম সোহেল আহাম্মেদ, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, কার্যকরী সদস্য আশরাফ রানা, মোঃ মোক্তার হোসেন, হাজী আব্দুল মোতালেব, ফরিদা ইয়াসমীন সুমনা প্রমুখ উপস্থিত ছিলেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন