সোনারগাঁয়ে রয়েল প্রিমিয়ার ক্রিকেট লীগের জমকালো উদ্বোধন।
মোঃ নুর নবী জনিঃ সোনারগাঁ উপজেলা ক্রীড়া সংস্থা ও রয়েল ক্রিকেট ওয়ার্ল্ড বাংলাদেশ শাখার যৌথ উদ্যোগে সোনারগাঁয়ে রয়েল প্রিমিয়ার ক্রিকেট লীগের শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শনিবার(২১সেপ্টেম্বর)সোনারগাঁ উপজেলার আমিনপুর মাঠে রয়েল প্রিমিয়ার ক্রিকেট লীগের শুভ উদ্বোধন করা হয়।
সোনারগাঁ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবু নাইম ইকবালের সভাপতিত্বে,প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন,সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি অঞ্জন কুমার সরকার ।
এসময় আরও উপস্থিত ছিলেন,সোনালী ব্যাংক লিমিটেড সোনারগাঁ শাখার ব্যাবস্থাপক মতিউর রহমান,এন আর বি ব্যাংক লিমিটেড সোনারগাঁ শাখার ব্যাবস্থাপক ইউছুফ পাটোয়ারি,সোনারগাঁ যুব সংঘের সাধারণ সম্পাদক এম এ জামান,সোনারগাঁ কিংস ক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম,ক্রীড়া সংস্থার সদস্য সাইফুল ইসলাম, কামাল হোসেন,ছাত্র সমাজের আহবায়ক ফজলুল হক মাস্টার,চ্যানেল টি ওয়ান পরিচালক নুরুজ্জামান, সাংবাদিক হবিবুর রহমানসহ আরোও অনেকে।
উদ্বোধনী খেলায় শিশু কিশোর ক্রিকেট একাডেমি ৬৪ রানে ঢাকা মেট্রো ক্রিকেট একাডেমিকে পরাজিত করে,জয়ী লাভ করে। খেলার ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিতহন শিশু কিশোর ক্রিকেট একাডেমির এনামুল।
রয়েল প্রিমিয়ার ক্রিকেট লীগ টুর্নামেন্টে মোট ২৪ টি দল অংশ গ্রহণ করবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন