হোসেনপুর এস.পি ইউনিয়ন ডিগ্রী কলেজের বিভিন্ন উন্নয়নকাজের উদ্বোধন করেন এমপি খোকা
আজকের সংবাদ ডেক্সঃ সোনারগাঁয়ে হোসেনপুর এস.পি ইউনিয়ন ডিগ্রী কলেজের বিভিন্ন উন্নয়নকাজের উদ্বোধন করেন এমপি লিয়াকত হোসেন খোকা
সোনারগাঁয়ের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা ২৮ সেপ্টেম্বর শনিবার দুপুরে উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের হোসেনপুর এস.পি ইউনিয়ন ডিগ্রী কলেজের ১টি বহুতল একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন।
এছাড়া তিনি কলেজের অন্য ১টি একাডেমিক ভবনের তৃতীয় ও চতুর্থ তলার ঊর্ধ্বমূখী সম্প্রসারণ, ১টি শহীদ মিনার ও ১টি মুক্তমঞ্চের শুভ উদ্বোধন করেন। প্রায় ১ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে এসব উন্নয়নকাজ করা হয়েছে।
অনুষ্ঠানে কলেজের প্রতিষ্ঠাতা সদস্য আব্দুল আউয়ালের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান, শম্ভুপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ, উপজেলা শিক্ষা অধিদপ্তরের উপ-সহকারি প্রকৌশলী আরিফুল হক, শিক্ষানুরাগী গোলাম হোসেন, দাতা সদস্য মহিউদ্দিন আহমেদ শাহীন, মাইনুদ্দিন আহমেদ বাদল, আব্দুর রশিদ, আব্দুল হাই, জাতীয় পার্টি নেতা জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
উদ্বোধন শেষে কলেজের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন