বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মাষ্টারের মৃত্যুতে রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা। জাঙ্গাল কবরস্থানে সমাহিত।
সুমন হাসানঃ রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অর্নারের মাধ্যমে জাঙ্গাল মাদ্রাসা কবরস্থানে সমাহিত হলেন বীর মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম মাষ্টার মোল্লা। মরহুম নুরুল ইসলাম মাষ্টার নারায়ণগঞ্জের বন্দর উপজেলা ধামগড় ইউনিয়ন জাঙ্গাল এলাকার মৃত ধনু মিয়ার সন্তান। ১৯৭১সালে মুক্তিযুদ্ধ চলাকালীন তিনি দেশ রক্ষার্থে মুক্তিবাহীনিতে যোগ দেন। তিনি ১১ নং সেক্টরে যোগ দিয়ে সেখান থেকে ভারতে চলে যান। ভারতে থেকে প্রশিক্ষন নিয়ে দেশে চলে আসেন। নিজেস্ব দলবল নিয়ে ঝাপিয়ে পড়েন পাকিস্তানি সেনাবাহিনীর উপর। এভাবে একের পর এক যুদ্ধ করতে থাকেন নুরুল ইসলাম সহ লক্ষকোটি বীর সেনা। দীর্ঘ নয় মাস যুদ্ধ করে পরাজিত করেন পাক সেনাদের। শত্রুমুক্ত হয় বাংলাদেশ। বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান বাংলাদেশকে ঘোষনা দেন স্বাধীন রাষ্ট। এভাবে স্বাধীন রাষ্ট্রে দীর্ঘ ৭২ বছর অতিক্রম করার পর বীর মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম মাষ্টার বুধবার রাত আনুমানিক ১১.০০ঘটিকায় ঢাকার হলি ফ্যামেলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিলো(৭২) বছর। তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত শ্বাসকষ্ঠ রোগে ভুগছিলেন। গত এক সপ্তাহ পূর্বে ব্রেইন স্ট্রোক করে হাসপাতালে ভর্তি হন। বৃহস্পতিবার সকাল ১০.০০ঘটিকায় জাঙ্গাল মাদ্রাসা ঈদগাহ মাঠ অবস্থিত কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তার জানাজার শেষে দাফন সম্পন্ন হয়।
জাতীর এ শ্রেষ্ঠ সন্তানের গার্ড অব অর্নারে যোগ দেন বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা পিন্টু বেপারী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জনাব আব্দুল লতিফ মিয়া,মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক , মুক্তিযোদ্ধা আ: করিম মিয়া,মতিউর রহমান মাষ্টার,ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব মাসুম আহম্মেদ,কামতাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ আনোয়ার হোসেন,আওয়ামীলীগ নেতা আজিজুল হক আজিজ দেওয়ান, খন্দকার হাতেম, জহিরুল হক জহির মোল্লা,আমির হামজা, বদিউজ্জামান মাষ্টার,আলী হোসেন দেওয়ান সহ এলাকার সকল স্তরের গন্যমান্য ব্যক্তিবর্গ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন