উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
আজকের সংবাদ ডেস্কঃ নারায়ণগন্জের সোনারগাঁয়ে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে উপজেলা আওয়ামীলীগের সকল সদস্যের অংশ গ্রহনে স্বতঃফুর্ত ভাবে বর্ধিত সভা অনুষ্ঠিত ।
মঙ্গলবার(২রা সেপ্টেম্বর) বিকালে উপজেলার অডিটোরিয়ামে এ সভার আয়োজন করা হয়।
সভায় আগামী এক মাসের মধ্যে উপজেলা আওয়ামীলীগের সম্মেলন ছাড়াও আরোও ৬টি বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শফিউর রহমানের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে গুরত্বপূর্ন আরো যেসব সিদ্ধান্ত হয়। সেগুলো হলো ৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভার সদস্য নবায়ন ফরম বিতরন, বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠন সপ্তাহে এক দিন বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নে সাংগঠনিক সফর। প্রতিটি ইউনিয়নে আওয়ামীলীগের কার্যালয় নির্মান সহ সভায় এক সময়ে তিনভাগে ভিবক্ত আওয়ামীলীগের নেতা ও তাদের সমর্থকরা বক্তব্য দেন।
সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেনের সভাপতিত্বে বর্ধিত সভায় উপস্থিত ছিলেন, সোনারগাঁয়ের সাবেক এমপি কায়সার হাসনাত, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, কেন্দ্রীয় আওয়ামীলীগের সাবেক সহ-সম্পাদক এএইচএম মাসুদ দুলাল, সাংগঠনিক সম্পাদক সুলতান আহম্মেদ বাদশা, প্রচার সম্পাদক দেওয়ান উদ্দিন চুন্নু, দূর্যোগ ও কোষাদক্ষ রশিদ মোল্লা, প্রযুক্তি সম্পাদক জামান মিয়া, দপ্তর সম্পাদক শফিউল রহমান, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ সোহেল, কৃষি সম্পাদক শহিদুর ইসলাম, সমাজ কল্যান সম্পাদক তৈয়মুর রহমান, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মিজানুর রহমান, জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম,যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, আরিফ হোসেন, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আরিফুর রহমান রবিন,যুবলীগের সাবেক সভাপতি গাজী মুজিবুর রহমান, পৌরসভা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত গাজী আমজাদ, আওয়ামীলীগ নেতা মামুন আল ইসমাইল, পিরোজপুর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ডাঃ আতিকুল্লাহ, জামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হুমায়ুন মেম্বার, সনমান্দি ইউনিয়নের সভাপতি ইসহাক মোল্লাহ, সনমান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক চেয়ারম্যান শাহাবুদ্দিন সাবু প্রমূখ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন