সড়ক দূর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহীর করুণ মৃত্যু।
আজকের সংবাদ ডেস্কঃ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর এলাকায় সড়ক দূর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহীর করুণ মৃত্যু।
নিহত মোটরসাইকেল আরোহী মোঃশাওন (২৩) সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের বরাবো বাইশটেকী এলাকার কামাল হোসেনের ছেলে ও সাদিপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড বরাব এলাকার সাবেক মেম্বার মৃত আব্দুর রহমানের নাতি।মোটরসাইকেল আরোহী শাওন একাদশ শ্রেণীর দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলো।
কাচঁপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ কাইয়ুম আলী সরদার জানান,দূর্ঘটনার স্থলে থাকা প্রত্যাক্ষ দর্শীদের মাধ্যমে জানতে পারলাম রোববার (২২সেপ্টেম্বর)সন্ধা ৭টার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মদনপুর কেউঢালা এলাকায় অবস্থিত অলিম্পিক বিস্কুট ফেক্টরীর সামনে মহাসড়ক দিয়ে বেপরোয়া ভাবে মোটর সাইকেল চালানোর সময় পথচারীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাঝের আইলেন্ডে ছিটকে পড়ে মাথায় মারাত্নক রক্তাক্ত জখম হয়।
এসময় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন