নারায়ণগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন।
আজকের সংবাদ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা পুলিশে নিয়ে দোয়া মোনাজাত ও কেককাটা হয়েছে।
শনিবার বিকেলে নারায়ণগঞ্জ পুলিশ সুপার এর কার্যালয়ে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
দোয়া মোনাজাত শেষে কেক কাটেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ(বিপিএম বার,পিপিএম বার)।
এ সময় উপস্থিত ছিলেন,পুলিশ সুপার হারুন অর রশীদের পরিবারর সদস্যরাসহ আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা। পুলিশ সুপার হারুন অর রশীদ গণপ্রজান্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করেন এবং দেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত থাকুক এই কামনা করেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন