সোনারগাঁয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেফতার-১ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি
আজকের সংবাদ ডেস্কঃ সোনারগাঁয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগে ইদ্রিস আলী ওরফে ইদু নামে এক জনকে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ।
শনিবার(২১সেপ্টেম্বর)দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিল্টন হোসেনের আদালতে তাকে হাজির করা হলে গ্রেফতারকৃত আসামি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
উল্লেখ্য গত ২৯ আগস্ট বাড়ির উঠানে খেলা করার সময় একটি শিশুকে কৌশলে ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন গ্রেফতারকৃত আসামি ইদ্রিস আলী ওরফে ইদু।
এ ঘটনার পর শিশুটির মা বাদী হয়ে ইদ্রিস আলী ওরফে ইদুর বিরুদ্ধে সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করেন।
ঘটনার ২২ দিন পর শুক্রবার(২০সেপ্টেম্বর) রাতে আড়াইহাজার উপজেলার নোয়াকান্দি গ্রাম থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।আদালতে প্রেরণ করলে আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন