সোনারগাঁ আসছেন বেফাকের চেয়ারম্যান- আল্লামা আহমদ শফী
আজকের সংবাদ ডেক্সঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আসছেন বেফাকের চেয়ারম্যান শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফী। আগামীকাল মঙ্গলবার তিনি সোনারগাঁয়ের বারদী মারকায মসজিদে বেফাকুল মাসারিসিল আরাবিয়া সোনারগাঁ শাখার আঞ্চলিক কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ও ইসলামী মহা সম্মেলনে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন। বেফাকুল মাদারিসিল আরাবিয়া সোনারগাঁ শাখার সাধারণ সম্পাদক মুফতি আবু বকর সিদ্দিক সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। আল্লামা আহমদ শফী সোনারগাঁয়ে আসা নিয়ে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন। বেলা ১২টার দিকে তিনি হেলিকপ্টার যোগে এসে বারদী খেলার মাঠে অবতরণ করবেন। পরে যোহর নামাজের পর বয়ান শুরু করবেন।
আল্লামা মুফতি মুহাম্মদ হাতেমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল হক, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাসচিব আল্লামা আব্দুল কুদ্দুস, নারায়ণগঞ্জ জেলার সভাপতি মাওলানা আব্দুল কাদের, পরীক্ষা নিয়ন্ত্রক মুফতি আবু ইউসুফ প্রমুখ। ইসলামী মহা সম্মেলনে ওয়াজ করবেন মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী, মাওলানা আব্দুল খালেক শরীয়তপুরীসহ অন্যান্য ওলামায়ে কেরামগণ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন