সিংড়ায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
মোঃ সুমন পিকে নাটোর সিংড়া প্রতিনিধিঃনাটোরের সিংড়ায় উপজেলা প্রশাসন ও প্রবীণ হিতৈষী সংঘের আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতো'র নেতৃত্বে র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা এসে শেষ হয়।
পরে উপজেলা নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতো'র সভাপতিত্বে উপজেলা কৃষি হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক,প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি এডভোকেট আসাদুল ইসলাম জিপি,সাধারন সম্পাদক ও বিলহালতি ত্রিমোহনী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মকসেদ আলী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল ওদুদ প্রমূখ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন