সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
সুমন পিকে নাটো সিংড়া প্রতিনিধিঃ নাটোরের সিংড়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত।
শুক্রবার(৪অক্টোবর) বিকেলে বালুয়া বাসুয়া নামক স্থানে আশরাফুল ইসলাম নামের এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে নিহতের বাড়ি শেরকোল ইউনিয়নের কান্দিপাড়া গ্রামে সে পেশায় কাঠ ব্যবসায়ী বলে,তার আত্মীয় স্বজনের মাধ্যমে জানা যায় মোটরসাইকেল নিয়ে সিংড়া আসার সময় একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে বলে জানায় এলাকাবাসী দুর্ঘটনার সময় তার মাথার উপর দিয়ে মালবাহী ট্রাক এর একটি চাকা যায় ফলে তার মাথা থেকে মগজ ছিটকে যায়।
ঘটনাস্থল থেকে পুলিশ নিহতের লাশ এবং তার মোটরসাইকেল উদ্ধার করে,ঘাতক ট্রাক বর্তমানে
পুলিশি হেফাজতে আছে ও নিহতের লাশ পোস্টমর্টেম এর জন্য হাসপাতালে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেন সিংড়া থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন