বৃত্তি প্রাপ্ত ছাত্র/ছাত্রীদের মধ্যে সনদপত্র ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠান
আজকের সংবাদ ডেস্কঃ সোনারগাঁ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০১৭-২০১৮ বৃত্তি প্রাপ্ত ছাত্র/ছাত্রীদের মধ্যে সনদপত্র ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার(০১লা অক্টোবর)বিকালে সোনারগাঁ উপজেলা অডিটরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা অতিরিক্ত বিভাগীয় কমিশনার(রাজস্ব)মোঃ নুরুন্নবী।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন,নারায়ণগঞ্জ এর জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার(ভূমি)মো:নাজমুল হুসেইন,সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মো:মনিরুজ্জামান,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো:সাইফুল ইসলাম প্রধান,একাডেমিক সুপারভাইজার কাজল চন্দ্র পালসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
আরো উপস্থিত ছিলেন সোনারগাঁ আত্মপ্রকাশের সাধারণ সম্পাদক মাছুম চৌধুরীসহ অন্যান্য সদস্যবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলিমুল্লা বিশ্ববিদ্যালয় কলেজ এর প্রভাষক সাইফুর রহমান আহসানী।
এছাড়াও সার্বিক সহযোগিতায় ছিলেন রাশেদুল ইসলাম, মিজানুর রহমান,খায়রুল আলম,সাইদুর রহমান, ইঞ্চিনিয়ার আমিনুল ইসলাম,শাকিল,মনির, পীর মোহাম্মদ,আব্দুল লতিফ,আব্দুল মালেক,নুরে আলম সরকার,নূর ইসলাম,মাওলানা মঞ্জুরুল ইসলাম।
ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ আক্তার হোসেন এর উদ্যোগে সোনারগাঁ ফাউন্ডেশন ২০১৭ সালে ১৫টি বিদ্যালয়ের ২৬৮জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ৩৪ জন বৃত্তি পেয়ে প্রথম স্থান অধিকার করেছেন সিনহা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী মনিরা আক্তার এবং ২০১৮ সালে ২৬টি বিদ্যালয়ের ২৮৪জন পরীক্ষর্থী অংশগ্রহন করে ৫০ জন বৃত্তি লাভ করে প্রথম স্থান অধিকার করেছেন মোগরাপাড়া এইচ.জি.জি.এস স্মৃতি বিদ্যায়তনের ছাত্রী অনিকা আলমগীর।এসকল বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে সনদ বিতরণ ও পুরুস্কার প্রদান করা হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন