এসআই আনোয়ার হুসাইন কুড়িয়ে পাওয়া শিশুকে ফিরিয়ে দিলো শিশুর পিতা-মাতার কাছে - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০১৯

এসআই আনোয়ার হুসাইন কুড়িয়ে পাওয়া শিশুকে ফিরিয়ে দিলো শিশুর পিতা-মাতার কাছে


এসআই আনোয়ার হুসাইন কুড়িয়ে পাওয়া শিশুকে ফিরিয়ে দিলো শিশুর পিতা-মাতার কাছে।





আজকের সংবাদ ডেস্কঃ নারায়নগঞ্জের বন্দরের কামতাল ফাড়ির ইনচার্জ এসআই আনোয়র হুসাইন ৫ দিন আগে কুড়িয়ে পাওয়া শিশুকে পিতা-মাতার কাছে অবশেষে পৌঁছে দিলেন। 
বুধবার(২৩ অক্টোবর)বিকালে  কুমিল্লা জেলার দেবিদ্বার থানার ধামটি নোল্লা গ্রামের বাড়িতে পৌঁছে দেন শিশু মোঃ জুয়েল(৮)কে। 
কাঁচপুর বাসস্ট্যান্ডে গত শুক্রবার রাত ৮টায় ওই শিশুটিকে পেয়ে এক বাস চালক তার বাড়িতে নিয়ে যায়। 





কামতাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই আনোয়ার হুসাইন জানান, গত ১৮ অক্টোবর শুক্রবার দুপুরে কুমিল্লা জেলার দেবিদ্বার থানার ধামটি নোল্লা  গ্রামের দিনমজুর বাবুল মিয়ার ছেলে ১ম শ্রেণীর ছাত্র জুয়েল। খেলার ছলে বাড়ি থেকে বের হয়ে বাসে উঠে যায়। পরে ওই বাস  কাঁচপুর স্ট্যান্ডে শিশুকে নামিয়ে দেয়। পরে রাত ৮ টার দিকে কাঁচপুর বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্নাকাটি করছিল। এসময়  বাড়িতে  ফিরে  যাওয়ার জন বোরাক পরিবহন নামে একটি বাসে উঠে শিশু। বাসটি বন্দর উপজেলার লাঙ্গলবন্দ এলাকায়  পৌঁছালে বাসে সকল যাত্রী নেমে পরলেও শিশুটি বাসে আবারো কান্নাকাটি করতে দেখে বাসের চালক জামান হোসেন বাবু তার নিজ বাড়ি চিড়ইপাড়া কলোনীতে নিয়ে যায়।  





ওই বাড়িতে চালক জামান হোসেনের স্ত্রী গার্মেন্ট শ্রমিক রীনা আক্তার ৫ দিন লালন পালন করার পর  বুধবার সকালে নাম ঠিকানা পরিচয় ও যে স্কুলে শিশুটি পড়ে সেই স্কুলের নাম বলে।তার পর শিশুকে নিয়ে পুলিশের কাছে নিয়ে আসেন বাস চালক হোসেন  বাবু। পরে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের অবগত করে শিশুকে তার পিতা-মাতার কাছে নিয়ে পৌঁছে দেয়া হয়।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭