সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের কমিটি গঠন ছাত্তার সভাপতি,অনিক সাঃ সম্পাদক,নুর নবী সাংগঠনিক সম্পাদক
আজকের সংবাদ ডেস্কঃ সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার(৩ অক্টোবর)ক্লাব কার্যালয়ে সাংবাদিক আবদুস ছাত্তার প্রধানের সভাপতিত্বে ও ক্লাবের উপদেষ্টা দৈনিক যুগান্তর পত্রিকার সিনিয়র সাব-এডিটর এম এম সালাহ্উদ্দিনের সঞ্চালনায় এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।
সভায় সর্বসম্মতিক্রমে আবদুস ছাত্তার প্রধানকে (দৈনিক ভোরের কাগজ)সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের সভাপতি হিসেবে এবং মোঃদ্বীন ইসলাম অনিককে (বিজয় টেলিভিশন)সাধারণ সম্পাদক,মোঃ নুর নবী জনিকে সাংগঠনিক সম্পাদক করে দুই বছর মেয়াদী ১৩ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্য কর্মকর্তারা হলেন- সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান মাসুম(দ্যা এপারেলস নিউজ), সহ-সভাপতি একে এম কামরুজ্জামান মিলন(দৈনিক আমাদের কন্ঠ),যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান রানা (দৈনিক যায়যায়দিন),যুগ্ম সাধারণ সম্পাদক হাবীবুর রহমান হাবিব(চ্যানেল টিওয়ান)সহ-সাংগঠনিক সম্পাদক আরাফাত হোসেন সিফাত (দৈনিক ইয়াদ),অর্থ সম্পাদক মোঃবিল্লাল হোসেন (দৈনিক করতোয়া),প্রচার সম্পাদক মোঃকামাল উদ্দিন ভূঁইয়া (কেটিভি বাংলা),দফতর সম্পাদক মোঃ আকাশ (দৈনিক আজকালের খবর),সাংবাদিক কল্যাণ সম্পাদক এস এম মনির হোসেন(দৈনিক সবুজ নিশান)
কমিটিতে কার্যকরী সদস্যরা হলেন-এস এম নুরুজ্জামান (দৈনিক মানবজমিন),ফারুক হাসান (আমাদেরঅর্থনীতি)।
এছাড়া সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন,হাজি মোঃ শফিকুল ইসলাম,মঈন আল হোসেন,মোঃহাসান ভূঁইয়া ও শাহিন সাকি।
প্রাথমিক সদস্য হিসেবে কমিটিতে রয়েছেন-মামুন মোল্লা(মাই টিভি),হাবিবুর রহমান(চ্যানেল এস), শাহজালাল(দৈনিক আমাদের নতুন সময়),মোঃইমরান (দৈনিক সরেজমিন)।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন