বাল্যবিবাহ নিরোধ দিবস উপলক্ষে সমাবেশ ও আলোচনা সভা
আজকের সংবাদ ডেস্কঃশেখ হাসিনার বারতা,নারী-পুরুষ সমতা’এই স্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জের ঘিওর উপজেলার উপজেলা প্রাঙ্গণে বাল্যবিবাহ নিরোধ দিবস উপলক্ষে সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে ঘিওর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের সহযোগিতায় এই সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ঘিওর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পারভীন আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আইরিন আক্তার।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রাঙ্গণে শিক্ষার্থীদের অংশ গ্রহণে একটি র্যালি বের হয় র্যালি শেষে আলোচনা সভার মাধ্যমে অনুষ্ঠন শেষ হয়।
এসময় অন্যান্যের মধ্যে আরোও উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা,উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান প্রধান কর্মকর্তাগন,উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,শিক্ষিকা ও শিক্ষার্থীসহ স্থানীয় গন্যমাণ্য ব্যক্তিবর্গ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন