পানছড়িতে প্রেসক্লাবের সভাপতি হলেন জয়নাথ দেব সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান অলি
মিঠুন সাহা( পানছড়ি)খাগড়াছড়িঃ খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
বুধবার সকালে উপজেলার মায়াকানন রেস্টুরেন্ট হল রুমে পানছড়ি প্রেস ক্লাবের সভাপতি নতুন কুমার চাকমার সভাপতিত্বে খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি জিতেন বড়ুয়ার উপস্থিতে এ নতুন কমিটি ঘোষণা করা হয়।
এতে পানছড়ি উপজেলা অরণ্য বার্তায় ব্যুারো প্রতিনিধি জয়নাথ দেবকে সভাপতি এবং ভোরের কাগজ এর পানছড়ির প্রতিনিধি মো: রাশেদুজাম্মান অলিকে সাধারণ সম্পাদক করে ৮সদস্য বিশিষ্ট নব কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যরা হলেন, সহ সভাপতি সত্যজিৎ চাকমা,সহ- সম্পাদক মো: ইলিয়াস ও অর্থ সম্পাদক আবুল বাসার। নির্বাহী সদস্যরা হলেন, কালের কণ্ঠ পানছড়ি প্রতিনিধি মো: শাহাজান কবির সাজু , মো: রফিক ও নতুন ধন চাকমা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন