রয়েল প্রিমিয়ার ক্রিকেট লীগে শেখ রাসেল ক্রিকেট একাডেমী দ্বিতীয় রাউন্ডে
আজকের সংবাদ ডেস্কঃনারায়ণগন্জের সোনারগাঁয়ে রয়েল ক্রিকেট ওয়ার্ল্ড বাংলাদেশ ও সোনারগাঁ ক্রীড়া সংস্থা কর্তৃক আয়োজিত রয়েল প্রিমিয়ার ক্রিকেট লীগের দ্বিতীয় রাউন্ড খেলা অনুষ্ঠিত।
বৃহস্পতিবার(৩অক্টোবর)উপজেলার আমিনপুর মাঠে রয়েল প্রিমিয়ার ক্রিকেট লীগের দ্বিতীয় রাউন্ড খেলা অনুষ্ঠিত।
অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের পুরস্কার বিতরণ ও উৎসাহ প্রদান করেন অতিরিক্ত পুলিশ সুপার নারায়ণগঞ্জ(খ-অঞ্চল) মোঃখোরশেদ আলম।
উক্ত অনুষ্ঠিত খেলায় শেখ রাসেল ক্রিকেট একাডেমি ৩৯ রানে মিরপুর ব্রাইট ক্রিকেট একাডেমীকে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করেন।
শেখ রাসেল ক্রিকেট একাডেমির দলের খেলোয়ার শাহপরান ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবু নাইম ইকবাল,রয়েল ক্রিকেট ওয়ার্ল্ড বাংলাদেশের সাধারণ সম্পাদক রাকিব,সোনারগাঁ কিংস ক্লাবের ম্যানেজার নজরুল ইসলাম প্রমুখ ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন