জেলা পুলিশ সুপারের সাথে শুভেচ্ছা ও মত বিনিময়
স্টাফ রিপোর্টারঃ জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশান নারায়নগঞ্জ জেলা কমিটি পুলিশ সুপার হারুন অর রশিদের সাথে শুভেচ্ছা ও মত বিনিময় করে।
মঙ্গলবার(২৯অক্টোবর)দুপুরে জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশান নারায়নগঞ্জ জেলার সভাপতি সুলতান মাহমুদের নেতৃত্বে শুভেচ্ছা ও মত বিনিময় সভা করা হয়েছে। ভেজাল ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ আমাদের স্বপ্ন নিয়ে আলোচনা করা হয়। জেলা সভাপতি সুলতান মাহমুদ বলেন-বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধান মন্ত্রীর নির্দেশ বাস্তবায়নে জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশান নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং যাবে। ভেজাল ও দুর্নীতি প্রতিরোধে বঙ্গ বন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নারায়নগঞ্জ জেলার পুলিশ সুপার হারুন অর রশিদ সার্বিক সহযোগিতা করবেন বলে আশ্বাস দিয়েছেন।
উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মোঃ নুর আলম আকন্দ, সাধারন সম্পাদক মোঃ ইকবাল হোসাইন শেখ, কার্যকরী সদস্য মোঃ মজিবুর রহমান, সদস্য মোঃ আশিকুজ্জামান ও দেওয়ান জাহাঙ্গীর প্রমুখ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন