সোনারগাঁয়ে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
আজকের সংবাদ ডেস্কঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কাচঁপুর নয়াবাড়ী এলাকায় অবস্থিত গ্রীনলাইন ওয়ার্কসপের সামনে থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে কাচঁপুর হাইওয়ে থানা পুলিশ।
কাচঁপুর হাইওয়ে থানার সার্জেন্ট বাহারুল জানান,অদ্য ২৯/১০/২০১৯ ইং ভোর ৫.৩০ ঘটিকার সময় নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার কাচঁপুর হাইওয়ে থানাধীন ঢাকা চট্টগ্রাম মহাসড়ক নয়াবাড়ী গ্রীনলাইন ওয়ার্কসপের সামনে মহাসড়কে এক অজ্ঞাত যুবকের (৩৫) মৃত দেহ পাওয়া যায়।প্রথমে স্থানীয় দি বারাকা হাসপাতালে এবং পরবর্তীতে সোনারগাঁও উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এসময় মৃত যুবকের গায়ে গোলাপি রংয়ের প্রিন্ট ছাপা ফুলহাতা শার্ট এবং কালো রংয়ের পেন্ট পরিহিত ছিলো। কোন ব্যাক্তি তার পরিচয় জানতে পারলে এই নাম্বারে ০১৬৭০৪০৪১৭৭ যোগাযোগ করার জন্য অনুুুরোধ করা হলো।
কাচঁপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন বলেন,অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অজ্ঞাত যুবকের আঙ্গুলের ছাপ নিয়ে নির্বাচন অফিসের সহায়তায় ডিজিটাল পদ্ধতিতে পরিচয় সনাক্ত করার চেষ্টা অব্যাহত আছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন