পূজামন্ডপ গুলোতে পুলিশের নিছিন্দ্র নিরাপত্তা দেয়া হবে ---------ওসি মনিরুজ্জামান - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

বুধবার, ২ অক্টোবর, ২০১৯

পূজামন্ডপ গুলোতে পুলিশের নিছিন্দ্র নিরাপত্তা দেয়া হবে ---------ওসি মনিরুজ্জামান


পূজামন্ডপ গুলোতে পুলিশের নিছিন্দ্র নিরাপত্তা দেয়া হবে ---------ওসি মনিরুজ্জামান





আজকের সংবাদ ডেক্সঃ শারর্দীয় দুর্গা উৎসব উদযাপন উপলক্ষে সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান মনির মঙ্গলবার একান্ত স্বাক্ষাতকারে আজকের সংবাদ ডট কমকে বলেন,উপজেলার বিভিন্ন এলাকায় পূজামন্ডপ গুলোতে পুলিশের নিছিন্দ্র নিরাপত্তা দেয়া হবে। এ বছর ৩১টি মন্দীরে শারর্দীয় দুর্গা উৎসব উদযাপন করা হবে। মন্ডপগুলোতে এরই মধ্যে পুলিশের টহল বৃদ্ধি করা হয়েছে।





মন্ডপগুলোতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা আগেও ঘটেনি,এবারও ঘটবে না। এরই মধ্যে উপজেলার বিভিন্ন এলাকার মন্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে মত বিনিময় সভা করা হয়েছে। নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার(খ)অঞ্চল খোরশেদ আলম স্যার এর নেতৃত্বে সারা সোনারগাঁয়ের প্রতিটি মন্ডপে আমি নিজে পরিদর্শন করব।প্রতিটি মন্ডপে একজন কস্টেবল,৩ থেকে ৪জন  আনসার ও ৮ থেকে ১০জন ভলেনটিয়ার মোতায়েন করা হবে।প্রতিটি ইউনিয়ন ১জন এস আই এর নেতৃত্ব ৩ কস্টেবলসহ সর্বখনিক নিয়োজিত থাকবে।





তিনি আরো বলেন,কারো কোনো অভিযোগ থাকলে তরিৎ গতিতে ব্যবস্থা নেয়া হবে। মন্ডপকে ঘিরে কোনো বখাটেপনা ও উশৃঙ্খলতাকে বরদাশ করা হবে না। মন্ডপে নির্বিগ্নে যাতায়াতের ব্যবস্থা করা হবে। পুলিশের দায়িত্ব সুন্দরভাবে পালনের জন্য স্থানীয় সাংবাদিকসহ হিন্দুধর্মাবলীভাইদের সহযোগিতা কমনা করছি।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭