এশিয়ান হাইওয়ে সড়ক দূর্ঘটনায় আরিফ নামের ১ পুলিশ সদস্য নিহত
রাকিবুল হাসানঃ নারায়ণগঞ্জের মদনপুুর থেকে গাউছিয়া এশিয়ান মহাসড়কে সড়ক দূর্ঘটনায় আরিফ (২৮) নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছে ।
রোববার দুপর আনুমানিক ১.৩০ মিনিটে মদনপুর থেকে মটরসাইকেল যোগে গাউছিয়া যাওয়ার পথে পিছন থেকে আসা একটি ট্রাক ললাটি বাস্টান্ড এলাকায় নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির (১) অফিসের সামনে চাপা দিয়ে পালিয়ে যায় এসময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
জানাগেছে পুলিশ সদস্য আরিফ মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানার বড়কালিপুর গ্রামের মৃত সিরাজ ব্যাপারীর ছেলে। তিনি ২ সন্তানের জনক, তিনি নারায়ণগঞ্জ পুলিশ লাইনে কর্মরত আছেন,তার আইডি নং পি,বি, ৯১১১১৩৭৭৭৫।
এবং তার ব্যাবহৃত মটরসাইলে নং ঢাকা মেট্রো-ল ১৩-৮৫৯৮
এসময় কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনর্চাজ মো.মোজ্জাফর হোসেন বলেন দুর্ঘটনার খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করি এবং নিহত আরিফের পরিচয় শনাক্ত করেছি। নিহত আরিফ ১জন পুলিশ সদস্য,এসময় তিনি আরোও বলেন আশেপাশের সিসি টিভির ফুটেজ দেখে গাড়ি শনাক্ত করার চেষ্টা করছি। এ বিষয়ে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন