নবাব হাবিবুল্লাহ উচ্চ বিদ্যালয়ের ৪র্থ তলা ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন
আজকের সংবাদ ডেস্কঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান কাইকারটেক নবাব হাবিবুল্লাহ উচ্চ বিদ্যালয়ের ৪র্থ তলা ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়।
মঙ্গলবার(পহেলা অক্টোবর)দুপুরে উক্ত বিদ্যালয়ের ৪র্থ তলা ভবনের ভিত্তিপ্রস্তর করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে নবাব হাবিবুল্লাহ উচ্চ বিদ্যালয়ের ৪র্থ তলা ভবনের ভিত্তিপ্রস্তর শুভ উদ্বোধন করেন নারায়ণগঞ্জ -৩ সোনারগাঁ আসনের এমপি লিয়াকত হোসেন খোকা।
হাবিবুল্লাহ উচ্চ বিদ্যালয়ের ম্যনেজিং কমিটির সভাপতি আব্দুস ছামাদের সভাপতিত্বে,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি।
এসময় প্রধান অতিথি লিয়াকত খোকা তার বক্তব্যে বলেন,শিক্ষার মান উন্নয়নের জন্য প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে নতুন নতুন ভবন নির্মান করা হচ্ছে। এছাড়া শিক্ষকদের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষনসহ অন্যান্য সুবিধাদি বাড়ানো হয়েছে।আমি সোনারগাঁয়ের এমপি হওয়ার পর অনেক ষড়যন্ত্রকারী শিক্ষার মান উন্নয়নে কাজ করতে বাধার সৃষ্টি করেছে।তারা চেয়েছিল সোনারগাঁয়ে যাতে কোন উন্নয়ন না হয়।কিন্তু আমি সকল ষড়যন্ত্র উপেক্ষা করে আমার নীতিতে অটল থেকে সকল বাধা অতিক্রম করে সোনারগাঁবাসীকে নিয়ে উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি। আমি উপজেলার প্রতিটি বিদ্যালয়ে গিয়ে সেসব বিদ্যালয়গুলোতে বাস্তব চিত্র নিজের চোখে দেখে সেগুলো উন্নয়নের কাজ করেছি।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিতি ছিলেন এনামুল হক রবিন,রোমান বাদশা প্রমুখ ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন