সোনারগাঁয়ে চিহ্নিত মাদক সম্রাট রবের সহযোগী সাকিব ফেন্সিডিলসহ আটক।
আজকের সংবাদ ডট কমঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিপুল পরিমান ফেন্সিডিলসহ পিরোজপুর ইউনিয়নের চিহ্নিত মাদক সম্রাট আঃ রবের সহযোগী সাকিব নামে এক মাদক কারবারিকে আটক করেছে সোনারগাঁ থানা পুলিশের চৌকস অফিসার এস আই আবুল কালাম আজাদ।
এসময় চিহ্নিত মাদক সম্রাট আঃ রব সুকৌশলে পালিয়ে যায়।
এস আই আবুল কালাম আজাদ জানান,সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মনির স্যার এর নেতৃত্বে সোনারগাঁ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করি সোমবার ভোরে সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের পিরোজপুর এলাকায় হতে সঙ্গীয় ফোর্সদের সহায়তা ১৬৮ বোতল ফেন্সিডিলসহ শাকিব নামে এক মাদক ব্যাবসায়ি কে আটক করি,এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চিহ্নিত মাদক সম্রাট রব পালিয়ে যায়। তবে চিহ্নিত মাদক সম্রাট আঃ রব কে ধরার চেষ্টা অব্যাহত আছে।
গ্রেপ্তারকৃত শাকিব পিরোজপুর ইউনিয়নের পিরোজপুর এলাকার মনিরের ছেলে।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।
এব্যপারে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মনির জানান, আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরন করা হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন