শীর্ষ নৌ চাঁদাবাজ আল-আমিনকে আটক
আজকের সংবাদ ডেস্কঃ সোনারগাঁয়ের শীর্ষ নৌ চাঁদাবাজ আল-আমিনকে আটক করেছে সোনারগাঁ থানা পুলিশ । উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের আনন্দবাজার এলাকার আমিরাবাদ গ্রামের মৃত নুরা মিয়ার ছেলে আল-আমিনকে গতকাল রোববার রাতে তার নিজ বাড়ি থেকে সোনারগাঁ থানার এস আই নারায়ণ আটক করে থানায় নিয়ে আসে ।
এস আই নারায়ণ বলেন,গতকাল রাতে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে ওসি স্যারের নির্দেশে । এদিকে আল-আমিনকে আটক করায় এলাকায় লোকজনের মধ্যে স্বস্তি ফিরেএসেছে । এলাকাবাসী জানায়,আল-আমিন নিয়মিত মেঘনা নদীতে চাঁদাবাজী করে প্রতি ট্রলার থেকে ২শ টাকা এবং বেঙ্গল কম্পানির ট্রলার,জাহাজ যে কোন নৌযান হোক প্রতিটি থেকে ২ হাজার টাকা করে নেয়ার আভিযোগ রয়েছে । ইতি পুর্বে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিযান পরিচালনা করে চাঁদাবাজী কালে দুইটি ট্রলার সহ তার দুই সহযোগীকে আটক করলে ও ওই সময় আল-আমিন পালিয়ে যেতে সক্ষম হয় । আটককৃতদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাজা প্রদান করা হয়েছিল । চাঁদাবাজীতে ব্যহৃত ট্রলার এখনো জব্দ রয়েছে । সে গিট্টু হৃদয়ের সহযোগী ছিল বলে এলাকার লোকজন তার ভয়ে মুখ খুলতনা । এলাকাবাসী তার শাস্তি দাবী করেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন