এসআই শহীদের নেতৃত্বে ফেন্সিডিল ও ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
আজকের সংবাদ ডেস্কঃ জেলা গোয়েন্দা সংস্থা(ডিবি) পুলিশের অভিযানে ২০০ বোতল ফেন্সিডিল ও ১০০০ পিছ ইয়াবাসহ হত্যা ডাকাতি মামলার আসামী জাবেদ ব্যাপারীসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
শুক্রবার (২৫অক্টোবর) রাতে সদর উপজেলার সৈয়দপুর আলামিন নগর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।এসময় তাদের কাছ থেকে ২০০ বোতল ফেন্সিডিল ও ১০০০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়।
ডিবি পুলিশের এস আই শহীদুল ইসলামের নেতৃত্বে ও সংগীয় ফোর্সের সহায়তায় সদর উপজেলার সৈয়দপুর আলামিন নগর এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীদের কাছে থাকা বাজারের ব্যাগ থেকে ২০০ বোতল ফেন্সিডিল ও ১০০০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় মাদক ব্যবসায়ী ও হত্যা ডাকাতি মামলার আসামী জাবেদ ব্যাপারীসহ ৩ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন,আলামিন নগর এলাকার জাবেদ ব্যাপারী(৩৭),একই এলাকার হৃদয় হোসেন ও ফতুল্লার ধর্মগন্জ এলাকার মোঃ সালমান আহম্মেদ(৩৩)।জাবেদ ব্যাপারী সদর মডেল থানার তালিকাভুক্ত সন্ত্রাসী,তার বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় হত্যা,ডাকাতি,মাদকসহ ৮টি মামলা রয়েছে।
এ ব্যাপারে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন