সোনারগাঁয়ে ক্ষুদ্র উদ্যোক্তাদের আয় বর্ধন মূলক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন।
আজকের সংবাদ ডেস্কঃ স্থানীয় সরকার বিভাগ ও জাইকার সহায়তায় ও উপজেলা পরিষদের আয়োজনে সোনারগাঁয়ে ক্ষুদ্র উদ্যোক্তাদের আয় বর্ধন মূলক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়।
১ অক্টোবর মঙ্গলবার সোনারগাঁ উপজেলা রিসোর্স সেন্টারে আয় বর্ধন মূলক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠিত হয় ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার সরকার।
উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প এর আওতায় উপজেলা পর্যায়ে ক্ষুদ্র উদ্যোক্তাদের আয় বর্ধন মূলক (গবাদি পশু পালন,হাঁস-মুরগী পালন ও নিরাপদ সবজি চাষ) বিষয়ক ৩ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হয়।
প্রশিক্ষণের বাস্তবায়নে ছিলেন উপজেলা সমাজসেবা কার্যালয়।
অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রফিকুল ইসলাম,উপজেলা সমাজসেবা অফিসার সাকিবা সুলতানা,উপজেলা রিসোর্স সেন্টারের ইন্ষ্ট্রাকটার নাসরিন জাহান পপি, উপজেলা ডেভলপমেন্ট অফিসার শাহানারা আঁচল, ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আবু নাইম ইকবাল ও প্রধান শিক্ষক বি আর বিলকিস প্রমুখ ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন