র্যাবের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার।
আজকের সংবাদ ডেস্কঃ নারায়ণগঞ্জের সদর হইতে ১৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ (এক) মাদক ব্যবসায়ী গ্রেফতার।
বৃহস্পতিবার(২৪অক্টোবর)সন্ধ্যায় র্যাব-১১,র একটি আভিযানিক দল মোঃ শামীম (২৯)নামে এক মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করে।
র্যাব-১১,স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত তথ্যের ভিত্তিতে জানা যায়,নারায়ণগঞ্জ জেলার সদর মডেল থানাধীন কালীবাজার এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করিয়া মাদক ব্যবসায়ি মোঃশামীমকে ১৪৫ পিছ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।ধৃত আসামী নারায়ণগঞ্জ জেলার সদর থানাসহ আশপাশের এলাকায় দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয় করিয়া আসিতেছিল বলিয়া জানা যায়।
মাদক ব্যবসায়ি শামীম বন্দর থানার কলাগাছিয়া ইউনিয়নের ছনখোলা গ্রামের আবু তালেবের ছেলে।তার বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার মডেল থানায় ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা দায়ের করা হইয়াছে।