অবশেষে সাময়িকভাবে বন্ধ করে দেয়া হলো সোনারগাঁয়ের চারটি হাসপাতাল।
আজকের সংবাদ ডেক্সঃ সম্প্রতি সোনারগাঁয়ের মোগরাপাড়া কলেজ রোডে রয়েল স্পেশালাইজ্ড হসপিটাল এ সিজার অপারেশন এর পর প্রসূতির মৃত্যুতে জনমনে বিক্ষোভ এর সৃষ্টি হওয়ায় চার হাসপাতাল সাময়িক বন্ধ করা হয়ছে।
মঙ্গলবার(০১লা অক্টোবর)দুপুরে হাসপাতাল গুলোতে অভিযান চালিয়ে বন্ধ করা হয়।
সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হালিমা সুলতানা হক জানান,সম্প্রতি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মোগরাপাড়া কলেজ রোডে রয়েল স্পেশালাইজ্ড হসপিটাল ও সোনারগাঁ জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টার এ সিজার অপারেশন এর পর প্রসূতির মৃত্যুতে জনমনে বিক্ষোভ এর সৃষ্টি হওয়ায় এবং এরই ধারাবাহিকতায় রয়েল স্পেসালাইজড হাসপাতাল,সোনারগাঁ জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টার,মেডি-কেয়ার জেনারেল হাসপাতাল ও মাতৃসেবা হাসপাতাল বন্ধ করে দিয়েছে নারায়ণগঞ্জের সিভিল সার্জন,ডাঃ মোহাম্মদ ইমতিয়াজ।প্রয়োজনীয় কাগজপত্র, যন্ত্রপাতি,ডিপ্লোমা নার্স ও অপারেশন থিয়েটারে ত্রুটি থাকায় এসকল হাসপাতালগুলো কে সাময়িকভাবে বন্ধ করা হয়।
তিনি বলেন,হাসপাতাল কতৃপক্ষ যদি প্রয়োজনীয় সকল কাগজপত্র ও ত্রুটি কাটিয়ে আসতে পারে পুনরায় হাসপাতালগুলো চালু করতে পারবে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা,সদর ডাঃ জাহিদ,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হালিমা সুলতানা হক,সোনারগাঁ,নারায়ণগঞ্জ এবং সিভিল সার্জন অফিস এর কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারী বৃন্দ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন