রোপা আমনের জমি কে ক্ষতিকর পোকার হাত থেকে বাঁচাতে আলোক ফাঁদ পদ্ধতি - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

শনিবার, ২ নভেম্বর, ২০১৯

রোপা আমনের জমি কে ক্ষতিকর পোকার হাত থেকে বাঁচাতে আলোক ফাঁদ পদ্ধতি


রোপা আমনের জমি কে ক্ষতিকর পোকার হাত থেকে বাঁচাতে আলোক ফাঁদ পদ্ধতি।





সুমন পিকে নাটোর সিংড়া প্রতিনিধিঃ রোপা আমনের জমিকে পোকামাকড়ের ক্ষতির হাত থেকে রক্ষায় ক্ষতিকর পোকার উপস্থিতি নির্ণয়ে সিংড়ার সকল ইউনিয়নের কৃষকদের আলোক ফাঁদ ব্যবহারে উৎসাহিত করছে কৃষি সম্প্রসারণ বিভাগ। আলোক ফাঁদ ব্যবহারে ক্ষতিকর শত্রু পোকার পাশাপাশি উপকারী বন্ধু পোকাও নির্ণয় করা হচ্ছে।
গত এক মাস ধরে উপজেলার সকল ইউনিয়নে প্রতিবুধবার উপজেলা কৃষি অফিসের উদ্যোগে একযোগে কৃষকদের রোপা আমন ধান ক্ষেতে আলোক ফাঁদ স্থাপন করেছে কৃষি বিভাগ। এরই ধারাবাহিকতা্য় বুধবার সন্ধ্যায় ছাতারদিঘী ইউনিয়নের কৃষকদের উদ্বুদ্ধ করতে আলোক ফাঁদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় অর্ধ শতাধিক কৃষক আলোক ফাঁদ প্রদর্শনী করেন। কুমিড়া গ্রামের কৃষক আ: সামাদ, মিলন, জাহেদুল, ছালাম জানান, আলোক ফাঁদের মাধ্যমে ক্ষতিকর পোকা নিধনে কোনো খরচ নেই এবং কীটনাশক ব্যবহার না করে আলোক ফাঁদ ব্যবহার করে ক্ষতিকর পোকা থেকে ফসল রক্ষা করা সম্ভব। এজন্য তাদের ধান ক্ষেতে তারা আলোক ফাঁদ ব্যবহার করবেন বলে জানান। উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো: মেসবাউল আরেফীন জানান, ছাতারদিঘী ইউনিয়নের কৃষকদের উদ্বুদ্ধ করতে প্রায় দিনই বিভিন্ন পয়েন্টে আলোক ফাঁদ স্থাপন করা হচ্ছে এবং ছাতারদিঘী ইউনিয়নের বিভিন্ন গ্রামে কৃষকদের দ্বারপ্রান্তে কৃষি সেবা পৌঁছে দেওয়ার নিরবিচ্ছিন্ন কার্যক্রম হিসেবে BPH ও ব্লাস্ট মোকাবেলায় করনীয় বিষয়ে লিফলেট বিতরণ ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান অব্যহত রয়েছে।এসময় আরো উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নে কর্মরত উপ-সহকারী কৃষি কর্মকর্তা রহমতউল্লাহ, মো: আ: কুদ্দুসসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭