ঢাকা বিভাগীয় কমিশনার মহোদয়ের সাথে শুভেচ্ছা ও মতবিনিময়
আজকের সংবাদ ডেস্কঃ জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন নারায়নগঞ্জ জেলা কমিটি সকাল ১১ টায় ঢাকা বিভাগীয় কমিশনার মোঃ জয়নুল বারী মহোদয়ের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেন।
জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন নারায়নগঞ্জ জেলা কমিটির উদ্দ্যোগে নারায়নগঞ্জ জেলার সকল সরকারী উর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে “ভেজাল ও দুর্নীতি প্রতিরোধে আমাদের করনীয় শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভার” আয়োজন করতে যাচ্ছে। উক্ত আলোচনা সভা বাস্তবায়নের জন্য ঢাকা বিভাগীয় কমিশনার মোঃ জয়নুল বারীর সাথে মতবিনিময় করেন।
ভেজাল ও দুর্নীতি প্রতিরোধে মাননীয় প্রধান মন্ত্রীর নির্দেশ পালনে ও বঙ্গ বন্ধুর স্বপ্নের সোনার বাংলা এবং ভেজাল মুক্ত দেশ গড়ার প্রত্যয়ে তার উপ্সথিতি একান্তভাবে কামনা করেছেন নারায়নগঞ্জ জেলা কমিটি। গন সচেতনতা সৃষ্ঠিতে তাদের উপস্থিথি এক গৌরবোজ্জ্বল ভুমিকা পালন করবে বলে আশা করেন নারায়নগঞ্জ জেলা কমিটি।
উক্ত মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন নারায়নগঞ্জ জেলা কমিটির সভাপতি সুলতান মাহমুদ, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ মানিক মিয়া, দপ্তর সম্পাদক আসিকুজ্জামান, কার্যকরী সদস্য মোঃ মজিবুর রহমান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন