সাহাপুর অগ্নিবীণা কিন্ডারগার্টেন এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
আজকের সংবাদ ডেস্কঃ সাহাপুর অগ্নিবীণা কিন্ডারগার্টেন এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী ২০১৯ অনুষ্ঠিত।
শনিবার(১৬ নভেম্বর)দুপুর ৩টায় নারায়নগঞ্জের সোনারগাঁয়ের পৌরসভার সাহাপুর অগ্নিবীণা কিন্ডারগার্টেনের মাঠ প্রাঙ্গনে মনোরম পরিবেশে ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের উপস্থিতিতে পবিত্র কোরআন পাঠ ও জাতীয় সংগীত এর মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়।
অগ্নিবীণা কিন্ডারগার্টেন এর প্রতিষ্ঠাতা সদস্য মোঃ মশিউর রহমান ও আব্দুস সালাম সুজন এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজ সেবক হাজ্বী কামরুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি আবু নাঈম ইকবাল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পারভীন আক্তার সংরক্ষিত মহিলা সদস্য, সোনারগাঁ পৌরসভা-(৭,৮,৯নং ওয়ার্ড), মোঃ ইসমাইল প্রধান (কমিশনার পদ-প্রার্থী সোনারগাঁ পৌরসভা ৯নং ওয়ার্ড), কাজী মনির হোসেন (বিশিষ্ট ব্যবসায়ী), মোঃ রাসেল (সভাপতি অগ্নিবীণা যুব ও ক্রীড়া সংঘ), আরমান মেরাজ (সহসভাপতি, সোনারগাঁ থানা যুবলীগ), আমিনউদ্দিন,সহসভাপতিঅগ্নিবীণা যুব ও ক্রীড়া সংঘ, শেফালী আক্তার,অধ্যক্ষ অগ্নিবীণা কিন্ডারগার্টেন, মোঃ ইমরান, মোঃ রাকিব, মোঃ সামসুদ্দিন ও বিদ্যালয়ের অভিভাবকবৃন্দ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন