সোনারগাঁ থেকে ৮টি বিষধর সাপের বাচ্চা উদ্ধার।
আজকের সংবাদ ডেস্কঃ বিষধর সাপের (কালি পানস) ৮ টি বাচ্চা নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সাদিপুর ইউনিয়নের বরগাঁও আদমপুর গ্রামের ওমর আলী মুন্সির একটি বসত ঘর থেকে উদ্ধার করা হয়েছে।
এঘটনায় এলাকায় সাপের আতঙ্কের সৃষ্টি হলেও সাপ দেখতে ওমর আলী মুন্সীর বাড়িতে শত শত লোক ভীড় করে।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন পূর্বে তার বসত ঘরে একটি সাপের খোলস দেখতে পান তার স্ত্রী । গত বৃহস্পতিবার সকালে ঘরের মাটিতে বিছানো রেকসিনের নিচে একটি বিষাক্ত সাপ (কালি পানস) এর বাচ্চা দেখতে পেয়ে সেটি মেরে ফেলা হয়।
শুক্রবার (৮ নভেম্বর) সকালে রূপগঞ্জের তারাব এলাকা থেকে মোস্তফা ও মতিন মিয়া নামের দুইজন সাপুড়ে কে ডেকে আনা হয়। তারা ঘরের ভিতর মাটির খুড়ে নিচের গর্ত থেকে ৮টি কালি পানস সাপের বাচ্চা উদ্ধার করে তাদের জিম্মায় নিয়ে যান।
সাপুড়ে মোস্তফা ও মনিত জানান, আমরা সাপের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসি। ঘরের ভিতর মাটি খুড়ে বিষধর ৮টি কালি পানস সাপের বাচ্চা ও ৩০টি ডিমের খোসা পাওয়া যায়।তবে মা সাপটি পাওয়া যায়নি বলে জানান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন